বাংলাদেশ-ভারত ম্যাচে ধারাভাষ্য দেবেন শাহরুখ


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৩ মার্চ ২০১৬

ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা শাহরুখ খানের। তাইতো সুযোগ পেলেই বিনোদন জগতের মানুষ হয়েও মাঠে নেমে পড়েন তিনি। এই খেলার প্রতি ভালবাসার তাগিদেই তো আইপিএল-এ একটা দলই কিনে নিয়েছেন। শুধু কি তাই, এখনও তারকাদের নিয়ে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হলে মাঠে চলে যান।

গত ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে না পাড়ায় দু:খ প্রকাশ করতে ভোলেননি এই তারকা। আজ (বুধবার) রাত ৮টায় ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আজকের ম্যাচ কোনভাবেই মিস করতে চান না বলিউড বাদশা। তাইতো ম্যাচের ধারাভাষ্য কক্ষে উপস্থিত থেকে খেলা দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

জানা গেছে, বুধবার (২৩ মার্চ) ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ধারাভাষ্য কক্ষে কাপিল দেব ও শোয়েব আকতারের সাথে উপস্থিত থেকে ধারাভাষ্য দেবেন শাহরুখ খান।

আরএ/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।