স্বাধীনতা দিবসে একাত্তরের ক্ষুদিরাম


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ২৩ মার্চ ২০১৬

মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মান্নান হীরা। আসছে ২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। এদিন বিকেল ২টা ৪০ মিনিটে প্রচারিত হবে ছবিটি।

ছবিটি সেন্সর বোর্ডে প্রশংসিত হয়ে বিনা কর্তনে ছাড়পত্র পায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুন্সী মজনু, চঞ্চল, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ। শিশুশিল্পীদের মধ্যে রয়েছে স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল মিজি প্রমুখ। 

Khudiram 2
ছবিটির গল্প সম্পর্কে নির্মাতা বলেন, ‘মুক্তিযুদ্ধে যে নানা ধরনের নানা বয়সের মানুষের অংশগ্রহণ ছিল তারই প্রতফলন দেখা যাবে এখানে। এই চলচ্চিত্রে গল্পের মধ্যে নাটক আবার নাটকের মধ্যে গল্প। এখানে দর্শক ১৯৭১ সালের মুক্তি যুদ্ধে ভারত বর্ষের ক্ষুদিরামকে খুজে পাবে।’

চলচ্চিত্রটির চিত্রগ্রাহক মাহফুজুর রহমান, শিল্প নির্দেশক উত্তম গুহ, সহযোগী নির্দেশক এম এ আউয়াল, প্রধান সহকারী পরিচালক মো. শফিউল­াহ সোহাগ ও সংগীত পরিচালনায় আছেন সুজেয় শ্যাম।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।