আবারো টার্মিনেটর নিয়ে আসছেন শোয়ার্জনেগার


প্রকাশিত: ১০:১৩ এএম, ২৩ মার্চ ২০১৬

হলিউডের বহুল আলোচিত সিরিজ ‘টার্মিনেটর’। এই সিরিজে অভিনয় করে ব্শ্বিব্যাপী খ্যাতি পেয়েছেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার।

সম্প্রতি তিনি তার ভক্তদের জন্য নিয়ে এলেন দারুণ এক খবর। আর সেটি হলো নির্মিত হতে যাচ্ছে জনপ্রিয় সাই-ফাই মুভি ‘টার্মিনেটর’-এর পরবর্তী সিক্যুয়াল।

গেল বছর মুক্তি পাওয়া সিরিজের পঞ্চম পর্ব ‘টার্মিনেটর জেনেসিস’ বক্স অফিসে ফ্লপ হলেও সিরিজটির ভবিষ্যত নিয়ে তিনি আশাবাদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন ‘টার্মিনেটর’ ছবি প্রসঙ্গে শোয়ার্জনেগার মুখ খুলেছেন।

৬৮ বছর বয়সী এই মার্কিন অভিনেতা বলেন, ‘নতুন পর্বের জন্য পুরোপুরি মুখিয়ে আছি। অনেক পরিকল্পনা আছে। আশা করি এই পর্ব নতুন করে চেনাবে আমাকে।’

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘টার্মিনেটর জেনেসিস’-এ শোয়ার্জনেগারের পাশাপাশি অভিনয় করেন এমিলিয়া ক্লার্ক, জেসন ক্লার্ক ও জেই কুর্টনি।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।