প্রচারে আসছে নায়করাজের টেলিফিল্ম


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ২৪ মার্চ ২০১৬

স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ টেলিফিল্ম নির্মাণ করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাক। মান্নান হীরার রচনায় ‘আমি যুদ্ধে যাবো’ নামের এই টেলিফিল্মটি প্রচার হতে যাচ্ছে আগামী শনিবার, ২৬ মার্চ- স্বাধীনতা দিবসে।

টেলিছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, সম্রাট, বিদ্যা সিনহা মিম, স্বাগতা, সিরাজ হায়দার, শিরীন প্রমুখ।

১৯৭১ সালের প্রেক্ষাপটে নির্মিত টেলিফিল্মটির গল্পে দেখা যায়, গ্রামের একজন মুসলমান যুবকের সঙ্গে গভীর বন্ধুত্ব হিন্দু এক বৃদ্ধের। এ নিয়ে গ্রামের অনেকের মনে নানা প্রশ্ন। যুবকটির প্রেমিকা যেমন ঈর্ষা বোধ করে তেমনি বৃদ্ধের নাতনির অনেক অভিযোগ। দেশে তখন যুদ্ধের প্রস্তুতি চলছে। তাদের বন্ধুত্ব একটি আদর্শের ওপর যা কারো কাছে পরিষ্কার নয়। দুজনের সম্পর্ককে সবার কাছে উন্মুক্ত করতে গ্রামের সবাইকে নিয়ে একদিন এক অনুষ্ঠানের আয়োজন করে তারা। পাকিস্তানি সেনারা ওই অনুষ্ঠানকে যুদ্ধের প্রস্তুতি ভেবে তাদের ঘিরে ফেলে এবং হিন্দু বৃদ্ধকে নির্যাতন করে।

তারা বিশ্বাস করে না যে মুসলমান আর হিন্দুর মধ্যে বন্ধুত্ব হতে পারে। বৃদ্ধ কেবল একই কথা বলতে থাকে, ‘সবার উপরে মানুষ সত্য’।

আমি যুদ্ধে যাবো টেলিফিল্মটি আগামী ২৬ মার্চ দুপুর ১২টা ১৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।