নগর জোনাকির হাফ সেঞ্চুরি


প্রকাশিত: ০৭:১৫ এএম, ২৪ মার্চ ২০১৬

মাইলফলকের সামনে দাঁড়িয়ে বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘নগর জোনাকী’। আগামীকাল শুক্রবার, ২৫ মার্চ  রাত ৯ টা ১৫ মিনিটে নাটকটির পঞ্চাশতম পর্ব প্রচারিত হবে।

মাসুদ মহিউদ্দিনের পরিচালনায় এ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও জেনি। এর কাহিনি গড়ে উঠেছে সাফল্যের জন্য মরিয়া হয়ে ওঠা রাখি নামের এক তরুণীকে কেন্দ্র করে। ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে যেতে যা যা করা দরকার তার সবই করে রাখি।

কিন্তু একটা সময় এসে রাখি অনুভব করে যে, অসৎ উপায়ে কোনো মানুষই শীর্ষস্থানে যেতে পারে না। এ সময় তার পরিচয় ঘটে শাফিন নামের এক তরুণের সঙ্গে। ক্রমেই নিজেকে বদলে নিতে থাকে রাখি।

নাটকটি প্রসঙ্গে মাসুদ মহিউদ্দিন বলেন, ‘এই নাটকের চরিত্রগুলোর মধ্যে এমন কিছু আছে, যা দর্শকদের নাটকটি দেখতে আগ্রহী করে তুলেছে। দারুণ সাড়া পেয়েছি আমি নাটকটির জন্য।’

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদ হোসেন শোভন, নুসরাত ইয়াসমিন টিসা, ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনী, প্রাণ রায়, নিলয় আলমগীর, সাদিয়া সোমা, মঈন আহামেদ, দীপান্বিতা মার্টিন, তনিমা আহমেদ, দোলন দে, সেমন্তী সৌমী, জাহাঙ্গীর আলম, হিমে হাফিজ, জুয়েল জহুর, সাবনীন, মামুনুর রশীদ প্রমুখ।

প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হয় এটি। আর শুক্রবারে প্রচার হয় একসঙ্গে পাঁচ পর্ব।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।