গুঞ্জনে শুনি তারকাদের প্রেম


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২৫ মার্চ ২০১৬

পর্দার মতো বাস্তব জীবনেও প্রেমে হাবুডুবু খেয়ে তীর খুঁজে পান না শোবিজের অনেক তারকা। তবে প্রচলিত আছে বেশিরভাগ তারকাদের কাছেই প্রেম-সংসার অনেকটা তাসের ঘরের মত। কিছুদিন পর দমকা হাওয়ায় সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়। তবে কারো প্রেম শেষ পর্যন্ত না টিকলেও কারো কারো প্রেমের ঠিকই জয় হয়েছে।

এরচেয়েও কমন একটি ব্যাপার হলো তারকারা বরাবরই সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলতে পছন্দ করেন। একসঙ্গে ঘুরে বেড়ান, একসঙ্গে উঠেন বসেন দম্পতিদের মতো। তবু যদি কোনো প্রশ্নের সম্মুখীন হয় তবে এক গাল হেসে জবাব দেন- ‘আরে ছিঃ ছিঃ। আমরা খুব ভালো বন্ধু’। প্রেমের রকম-সকমে অনেক পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়া লাগলেও, তারকাদের অজুহাতে নতুন কিছু আসেনি।

আজ জাগো নিউজের বিনোদন বিভাগের পাঠকদের জন্য আমরা কিছু তারকাদের সম্পর্ক নিয়ে হাজির হয়েছি। বাতাসে উড়ে বেড়াচ্ছে অনেকদিন ধরেই এই সম্পর্কগুলোর গুঞ্জন।

শাকিব-অপু

গেল প্রায় এক দশক ধরে শোবিজে গোপন সম্পর্কের সবচেয়ে বড় দুটি নাম চিত্রনায়ক শাকিব খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস। এখনো পর্যন্ত ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সেরা এই জুটি। একসঙ্গে জুটি বেঁধে তারা প্রায় সত্তরটি ছবিতে কাজ করেছেন। তাদের এই পথচলায় মিডিয়া পাড়ায় অসংখ্যবার দুজনের অভিসারর কিংবা গোপন বিয়ের খবর শোনা গেছে। তাদের প্রেম-বিয়ের খবরে পত্রিকাগুলো সরব থাকলেও দুজনেই সবসময় মুখে কুলুপ এঁটেছেন।

আউটডোর, বিদেশ সব খানেই শাকিব-অপুর চলাফেরা স্বামী-স্ত্রীর মতো! এখনতো টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের রিয়েলিটি শোতে তারা আসছেন রীতিমতো স্বামী-স্ত্রীর মতো করেই। কথাবার্তাতেই বুঝিয়ে দিচ্ছেন একে অন্যের রান্না ঘরটা যেমন চিনেন, তেমনি শোবার ঘরটাও মুখস্ত। এছাড়া, নিজের বিপরীতে অপু বিশ্বাসকে নেয়ার জন্য পরিচালকদের অনুরোধ করেও সম্পর্কের গভীরতার প্রমাণ দিয়েছেন তিনি। বাকি কেবল সম্পর্কের স্বীকারোক্তি।

আদনাল আল রাজীব-মেহজাবিন
Mehejabin

রূপমাধুর্য ও অভিনয়গুণের কারণে স্বল্প সময়ে দর্শকপ্রিয়তার শীর্ষে এসেছেন লাক্স তারকা মেহজাবিন চৌধুরী। বেশ কিছুদিন ধরেই মিডিয়ায় মেহজাবিনের সঙ্গে বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, তাদের সম্পর্ক আজকাল বেশ গভীরে চলে গেছে বলেও মেহজাবিনের ঘনিষ্ঠ অনেকের মন্তব্য। তাই সবাই অপেক্ষা করছেন এই দুই তারকার বিয়ের ঘোষণার খবর শোনার জন্য।

যদিও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন মেহজাবিন।  তিনি বলছেন, ঘনিষ্ঠতা থাকলেই প্রেম হয় না।

ইমরান-তানজিন তিশা
Imran-tisha

গেল বছর থেকেই কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং মডেল অভিনেত্রী তানজিন তিশার প্রেম জমে ক্ষীর- এমনটাই গুঞ্জন মিডিয়াপাড়ায়! মূলত ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ গানের মডেল হিসেবে তিশা কাজ করার সময়ই প্রেমটা জমে ওঠে। এরপর বিভিন্ন জায়গায় ইমরান-তিশাকে অন্তরঙ্গভাবে দেখা গেছে। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে ইমরান তিশা দুজনেই হাসিমুখে জানিয়েছেন তারা ভালো বন্ধু। কিন্তু ইমরানের ঘনিষ্ঠরা জানিয়েছেন তাদের মধ্যে প্রেম রয়েছে।

তবে হঠাৎ করেই এই দুই তারকার সম্পর্কটায় যেন অভিমানের হাওয়া লেগেছিলো। এর কারণ হিসেবে জানা গেছে ইমরানের প্রবাসী নারীর প্রতি আসক্তি। বিস্তারিত জানা যায় কিছু গণমাধ্যমে প্রকাশ হওয়া খবরে।  সেগুলোতে বলা হয়েছে, গেল বছর নিউইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডের ১৪তম আসর যোগ দিতে এক মাসের জন্য আমেরিকায় গিয়েছিলেন ইমরান। সেখানে যাওয়ার পর জুলিয়া নিকল নামে এক প্রবাসী বাংলাদেশি মেয়ের সঙ্গে পরিচয় হয় তার। অবশেষে সে পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। এর পর তার এই প্রেম রূপ নেয় চরম নোংরামীতে! এই ঘটনার পর ইমরান তিশার প্রেমে ফাটল ধরে। সে যাই হোক, সবকিছুকে পেছনে ফেলে বর্তমানে তারা আবারো একে অন্যের মুগ্ধতায় মজেছেন।

অ্যালেন শুভ্র-সাবিলা নূর:
Alen

কিছুদিন আগেও মডেল অভিনেত্রী সাবিলা নূর ও অভিনেতা অ্যালেন শুভ্র দু’জনই ছিলেন পরস্পরের ভাল বন্ধু। তবে এই বন্ধুত্বের সম্পর্ক ছাড়িয়ে এখন তারা শোবিজের মিষ্টি ‘কাপল’। এটা কোনো গুঞ্জন নয়, সত্য- জানালেন দুই তারকার সহকর্মী ও বন্ধুরা। একে অন্যকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাস, শুটিং স্পট থেকে দুজনের হুট-হাট উধাও হয়ে যাওয়া, নানা পাগলামি-খেয়ালিপনাতেই প্রমাণ মিলেছে তাদের সম্পর্কের। তবে প্রায় সময়ই তাদের বিচ্ছেদের খবরও উড়ে বেড়ায় বাতাসে। তাদের কাছের মানুষরা অবশ্য বিচ্ছেদের খবরকে দুই তারকার অভিমান বলে দাবি করেন। তাদের ভাষ্যে- ‘এটা বয়সের দোষ। নারী-পুরুষের সম্পর্ক নিয়ে সিরিয়াস হবার মতো বয়স এখনো হয়নি শুভ-সাবিলার’।

ইফতেখার চৌধুরী-ববি
Iftekhar-Babi

চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী ও চিত্রনায়িকা ববি হক যেন একে অন্যের পরিপূরক! ইফতেখার চৌধুরী পরিচালিত প্রায় সবগুলো ছবির নায়িকা ববি আবার ববি অভিনীত প্রায় সব চলচ্চিত্রের নির্মাতা ইফেতার চৌধুরী। এমন কি নায়িকা ববির প্রযোজনায় ‘নীলিমা’ ছবিটিও পরিচালনা করছেন ইফতেখার। আর এই ঘনিষ্ঠতাই দুই তারকার প্রেম নিয়ে মুখরোচক গুঞ্জন তৈরি করেছে। তাদের প্রেমের বিষয়টি মিডিয়াতে ইদানিং মাথাচড়া দিয়ে উঠেছে। কিছুদিন আগে ‘নীলিমা’ ছবির শুটিং হয় ইউরোপের মাল্টায়। সেখানে তারা বেশ অন্তরঙ্গ সময় কাটিয়েছেন বলেও খবর রয়েছে। এখন দেখার পালা, এই সম্পর্ক কতদূর গড়ায়।

এনই/এলএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।