আজ সারাদেশে স্বর্গ থেকে নরক


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২৬ মার্চ ২০১৬

মাদকের ভয়াবহতা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক’। ফেরদৌস-নিপুন জুটির ছবিটি গেল বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পায়। অরূপ রতন চৌধুরীর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় মাদকের কুফল নির্ভর চলচ্চিত্রটি তখন দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়।

তবে চলচ্চিত্রের মাধ্যমে মাদকের ভয়াবহতা সম্পর্কে দেশবাসিকে সচেতন করতে এবার সরকারি উদ্যোগে বিশেষ উপায়ে ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আজ শনিবার, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সকল জেলা ও উপজেলায় ছবিটি প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত একটি চিঠি জেলা ও উপজেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য ‘স্বর্গ থেকে নরক’ ছবিটি বানানো হয়েছে। এই ছবিটি দেশের যুব সমাজকে মাদকাসক্ত হওয়া থেকে রক্ষা করতে সহায়তা করবে। আর তাই ছবিটি দেশের সকল জেলা ও উপজেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘স্বর্গ থেকে নরক’ ছবির গল্পে দেখা যাবে- নিপুণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যে একসময় দেশের একজন জনপ্রিয় র্যাম্প মডেল হয়ে ওঠেন। আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। পরে তা থেকে মুক্তি পেতে চান। পুনর্বাসন কেন্দ্রে ফেরদৌসের সঙ্গে পরিচয় হয় তার। মাদক থেকে মুক্তি পেতে ফেরদৌস আর নিপুণ একজন আরেকজনকে সহযোগিতা করেন। এরপর ঘটে অনেক নাটকীয় ঘটনা। মাদক থেকে ফিরে আসা যে খুব সহজ আবার মোটেই সহজ নয়, এই দুটো দিকই সার্থকভাবে তুলে ধরা হয়েছে স্বর্গ থেকে নরক ছবিতে।

এখানে ফেরদৌস-নিপুন ছাড়া আরো অভিনয় করেছেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, শর্মিলী আহমেদ, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, অঞ্জলী প্রমুখ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।