রং তুলিতে মুক্তিযুদ্ধ


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৬ মার্চ ২০১৬

চ্যানেল আইয়ের আয়োজনে ও আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। তুলির আঁচড়ে দেশের স্বাধীনতাকে স্মরণ করা হলো এই অনুষ্ঠানে।

আজ শনিবার, ২৬ মার্চ সকাল ১১টা ৫ মিনিটে অনুষ্ঠানটির উদ্ধোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় সঙ্গে ছিলেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সৈয়দ হাসান ইমাম, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার, আফজাল হোসেন, রেজওয়ানা চৌধুরী বন্যা, কণ্ঠযোদ্ধা রফিকুল আলম, চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা প্রমুখ।

RONGTULITA

অনুষ্ঠান উদ্বোধন শেষে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর, সৈয়দ হাসান ইমাম এবং শিমুল মোস্তফা। দেশের গান গেয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম এবং সুরের ধারার শিল্পীরা।

RONGTULITA

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত চিত্রশিল্পী ও চিত্রপরিচালক খালিদ মাহমুদ মিঠুকে।

RONGTULITA

অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে চ্যানেল আই বিশেষভাবে সম্মানিত করেছে। এ সময় ফরিদুর রেজা সাগর বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের জন্য চ্যানেল আইতে একটি কর্ণার রয়েছে। তারা যে কোনো সময় এখানে এসে সময় কাটাতে পারেন। ফরিদুর রেজা সাগর আরো বলেন, চিত্রগুলোর বিক্রয়লদ্ধ অর্থ শিল্পীদের কল্যাণেই ব্যয় করা হবে। সম্মাননা প্রদান মুহূর্তে উপস্থিত অতিথিরা ‘স্বাধীনতা পদক’ আগামীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে প্রদানে সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন সৈয়দ হাসান ইমাম।

RONGTULITA

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক ছবি এঁকেছেন- সৈয়দ শামসুল হক, হাশেম খান, মনিরুল ইসলাম, সমরজিৎ রায় চৌধুরী, বীরেন সোম, অলোকেশ ঘোষ, সৈয়দ লুৎফুল হক, হামিদুজ্জামান খান, মনিরুজ্জামান, সব্যসাচি হাজরা, সৈয়দ ইকবাল, রেজাউল করিম, কেরামত মাওলা, সৈয়দ এনায়েত হোসেন, রেজাউন নবী, সোহাগ পারভেজ, শহিদ কবির, অশোক কর্মকার, ভাস্কর রাশা, আইভী জামান, রুখসানা সাঈদা পপি, রফী হক, এলহাম হক খুকু, নারগিস পারভীন সোমা, নাসির খান, দিলরুবা লতিফ, ফারজানা আহমেদ উর্মি, সৈয়দ জাহিদ ইকবাল, আবদুস সাত্তার তৌফিক, সোহাগ পারভেজ, লুৎফুন্নাহার মুনমুন প্রমুখ।

এছাড়া চিত্রাংকনে অংশ নেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ ও কন্ঠশিল্পী কনকচাঁপা।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।