আগামীকাল দেখা যাবে ‘গ্রেট টাউট’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২২ জুন ২০২৪

সম্পূর্ণ ভিন্নধর্মী গল্পের নাটক ‘গ্রেট টাউট’। ঈদ উপলক্ষে এটি নির্মাণ করা হয়েছে। নাটকটি রচনা করেছেন এন. ডি. আকাশ। এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানমালায় আগামীকাল (২৩ জুন) রাত ১১টা ৩০ মিনিটে এটি প্রচার হবে।

‘গ্রেট টাউট’ পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এটি প্রযোজনা করেছে ‘প্রিয়ন্তী’। নাটকটিতে অভিনয়ে আশরাফ সুপ্ত, ইমু শিকদার, সিয়াম নাসির, জুলফিকার চঞ্চলসহ আরও অনেকে।

আগামীকাল দেখা যাবে ‘গ্রেট টাউট’

নাটকের গল্পে দেখা যায় হাসেম গ্রামের একটি টাউট প্রকৃতির ছেলে। সবাই জানে সে শহরে বড় চাকরি করে। হাসেমের বাবা হালিম মিয়াও জানে ছেলে শহরে বড় চাকরি করে। গ্রামের শিক্ষিতা, সুন্দরী মেয়ে কবিতা বড় চাকরি করে বলে হাসেমের সাথে সম্পর্ক করে। গ্রামের আরেকটি ছেলে সাজ্জাদও কবিতাকে পছন্দ করে।

নাটকের গল্পে আরও দেখা যাবে, কবিতা সাজ্জাদকে পাত্তা দেয় না। একটা সময় দেখা যায় হাসেম শহরে বড় চাকরি করে না, সে আসলে রিকশা চালায়। চাকরি করার নাম বলে সে সবার সাথে প্রতারণা করে। নাটকের গল্প এভাবে এগিয়ে যায়।

‘গ্রেট টাউট’ নাটকে হাসেমের চরিত্রে আশরাফ সুপ্ত, কবিতা চরিত্রে ইমু শিকদার, সাজ্জাদ চরিত্রে সিয়াম নাসির, হালিম মিয়া চরিত্রে জুলফিকার চঞ্চল অভিনয় করেছেন।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।