আজ পল্লীকবির ১১২তম জন্মদিন


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ০১ জানুয়ারি ২০১৫

পল্লীকবি জসীম উদ্দীনের ১১২তম জন্মদিন আজ। ১৯০৩ সালের আজকের এই দিনে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কবির কবরে পুষ্পমাল্য অর্পণ, ৯টায় কবির বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা এবং সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তার `কবর` কবিতাটি বাংলা পাঠ্যবইয়ে স্থান পায়। `নক্সী-কাঁথার মাঠ`, `সোজন বাদিয়ার ঘাট`, `রাখালী` `ধানক্ষেত` ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি এবং বাংলাদেশে একুশে পদক লাভ করেছেন। ১৯৭৬ সালের ১৩ মার্চ ঢাকায় ইন্তেকাল করেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।