শহরের দেয়ালে বনের গল্প

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৯ নভেম্বর ২০২৫
শহরের এই অতিথিদের স্মৃতি ক্যামেরাবন্দি করেছেন বিপ্লব দীক্ষিৎ

ঢাকার কংক্রিটের দেয়াল, ধোঁয়ায় ভরা আকাশ আর যান্ত্রিক জীবনের ভিড়ে হঠাৎ দেখা মিলল এক অন্যরকম দৃশ্যের-বঙ্গভবনের প্রাচীরে এক ঝাঁক বানর! কেউ কলা খাচ্ছে, কেউ পাউরুটি ছিনিয়ে নিচ্ছে পথচারীর হাত থেকে, কেউবা কৌতূহলী চোখে তাকিয়ে আছে চারপাশে।

শহরের দেয়ালে বনের গল্প

একসময় পুরান ঢাকায় দেখা মিলত এদের চঞ্চল দৌড়ঝাঁপ, এখন তারা শহরের বিরল অতিথি। তাই এই অপ্রত্যাশিত আগমন যেন শহরের দেয়ালে বনের হারানো গল্পটিকেই নতুন করে শুনিয়ে গেল এক নিঃশব্দ বার্তা, প্রকৃতি এখনো আমাদের পাশেই আছে, শুধু আমরা ভুলে গেছি তাকিয়ে দেখতে।

শহরের দেয়ালে বনের গল্প

যেখানে আগে কাকের ডাক, শালিকের ওড়াউড়ি কিংবা বানরের দুষ্টুমি দেখা যেত-সেই শহর আজ কেবল যানজট আর হর্নের কোলাহলে ভরা। তবু হঠাৎ একদিন সকালে মতিঝিলের বঙ্গভবন এলাকা থেকে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত দৃশ্যের খবর ‘এক ঝাঁক বানর বঙ্গভবনের প্রাচীরে!’

শহরের দেয়ালে বনের গল্প

লোকমুখে খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ ছুটে গেল দেখতে। কেউ পাউরুটি নিয়ে এল, কেউ কলা। আবার কেউ কেউ মোবাইল হাতে মুহূর্তটি ধরে রাখল ক্যামেরায়। বানরগুলোর দুষ্টুমি, খাবারের জন্য হাত বাড়ানো, প্রাচীর বেয়ে লাফঝাঁপ-সব মিলিয়ে যেন শহরের বুকে হঠাৎ ফিরে এল কোনো পুরোনো দিনের দৃশ্য।

শহরের দেয়ালে বনের গল্প

একসময় পুরান ঢাকায়, বিশেষ করে সদরঘাট, লালবাগ, কিংবা ইসলামপুর এলাকায় মাঝেমধ্যে দেখা যেত এদের আনাগোনা। বড় বড় গাছ, পুরোনো বাড়ির ছাদ, কিংবা মন্দিরের আশপাশে বানরের দল ছিল বেশ পরিচিত। স্থানীয়রা বলতেন ‘এরা আমাদের প্রতিবেশী।’

শহরের দেয়ালে বনের গল্প

কিন্তু শহর বাড়ল, গাছ কমলো, পুরোনো বাড়িগুলো ভাঙল। ক্রমে হারিয়ে গেল সেই পরিচিত মুখগুলো। আজকাল শহরে বানর দেখা মানে একেবারে বিরল ঘটনা। তাই বঙ্গভবনের প্রাচীরে বানরদের হঠাৎ আগমন যেন স্মৃতি ফিরিয়ে দিল ঢাকার হারানো প্রাকৃতিক চিত্র।

শহরের দেয়ালে বনের গল্প

বিশেষজ্ঞরা বলছেন, শহরের আশপাশে যেসব গাছপালা, খোলা জায়গা ও পুরোনো স্থাপনা টিকে ছিল, সেগুলোও এখন মানুষের দখলে চলে যাচ্ছে। ফলে বানর, কাঠবিড়ালি, পাখির মতো প্রাণীরা তাদের আবাস হারাচ্ছে।

শহরের দেয়ালে বনের গল্প

ঢাকার প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক (অব.) ড. মিজানুর রহমান এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রকৃতি মানুষ থেকে দূরে সরে যাচ্ছে না, মানুষই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। বানরদের শহরে চলে আসা আসলে তাদের অসহায়ত্বের প্রকাশ।

বঙ্গভবনের আশপাশের গাছপালা, বাগান আর অপেক্ষাকৃত শান্ত পরিবেশ হয়তো তাদের সাময়িক আশ্রয় দিয়েছে। কিন্তু সেখানে কতদিন টিকতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

শহরের দেয়ালে বনের গল্প

দৃশ্যটা ছিল একেবারে সিনেমার মতো। বঙ্গভবনের প্রাচীরে বসে আছে এক ঝাঁক বানর কেউ চুলকাচ্ছে, কেউ ছোটদের আদর করছে, কেউবা চোখ গরম করছে পাশের মানুষের হাতে থাকা কলার দিকে। লোকজন হাসছে, কেউ কেউ ভয়ও পাচ্ছে। তবে বেশিরভাগ মানুষই সহানুভূতির দৃষ্টিতে তাকিয়েছে তাদের দিকে। রুটি, বিস্কুট, কলা-যা পাওয়া যাচ্ছে তাই দিয়ে খাওয়াচ্ছে।

শহরের দেয়ালে বনের গল্প

বঙ্গভবনের প্রাচীরে বানরদের আগমন কেবল এক দিনের খবর নয়, এটি শহরের প্রকৃতিবিমুখ জীবনের প্রতিচ্ছবি। আমরা যতই প্রযুক্তি আর উন্নয়নের কথা বলি না কেন, প্রকৃতির সঙ্গে ভারসাম্য হারালে তার প্রতিফলন এভাবেই আমাদের চোখে পড়ে। শহরের উঁচু ভবনের জানালার ওপারেও হয়তো কখনো দেখা যেতে পারে একটি শালিক কিংবা একজোড়া কবুতর-যেন প্রকৃতি এখনো আমাদের ডাকছে আর বলছে, ‘আমাকে ভুলে যেও না।’

শহরের দেয়ালে বনের গল্প

বঙ্গভবনের প্রাচীরের সেই এক ঝাঁক বানর হয়তো আবার ফিরে যাবে তাদের অজানা বনে, হয়তো শহরের কোনো কোণে হারিয়ে যাবে। কিন্তু তাদের হঠাৎ আগমন যেন আমাদের মনে করিয়ে দিল প্রকৃতি এখনো আমাদের আশেপাশেই আছে, যদি আমরা চোখ খুলে তাকাই।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।