দেশজুড়ে মুক্তি পাচ্ছে ‘খিলাড়ি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০২৫
‘লিখাড়ি’ পরিচালনা করেছেন মো. শফিউল্লাহ

আসছে ১২ ডিসেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘খিলাড়ি’। জারা জামান ও শাহেন শাহ অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছেন জারা জামান নিজেই। পরিচালনায় করেছেন মো. শফিউল্লাহ।

মুক্তিকে কেন্দ্র করে ৫ ডিসেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়-দেশব্যাপী হল বুকিং এরই মধ্যে শুরু হয়েছে এবং প্রদর্শনের সকল প্রস্তুতি সম্পন্ন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শফিউল্লাহ, নায়ক শাহেন শাহ ও নায়িকা-প্রযোজক জারা জামান।

‘খিলাড়ি’র শুটিং হয়েছে বাগেরহাট, খুলনা, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারের চমৎকার লোকেশনে। পরিচালক জানান, গল্পের গতি ও চরিত্রের আবহ বজায় রাখতে প্রতিটি লোকেশনই বেছে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা অনুযায়ী।

পরিচালক শফিউল্লাহ বলেন, ‘‘খিলাড়ি’ মূলত একটি বাণিজ্যিক বিনোদনধর্মী ছবি। অ্যাকশন, আবেগ ও চমক-সবকিছুই রাখার চেষ্টা করেছি। দর্শক এবার নতুন ধরনের ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন।

জারা জামান ছবিটি নিয়ে দারুণ উৎসাহী। তার ভাষায়, ‘খিলাড়ি আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। গ্ল্যামার ও অ্যাকশন দুই রূপেই দর্শক আমাকে দেখবেন। চরিত্রটি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। সর্বোচ্চ দিয়ে কাজ করেছি, এখন অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়ার।’

চিত্রনায়ক শাহেন শাহ বলেন, ‘এ ছবির চরিত্র আমার ক্যারিয়ারে বিশেষ জায়গা দেবে। একজন সাধারণ মানুষের লড়াই, দায়িত্ববোধ আর আবেগ সবই আছে এতে। অ্যাকশন ও ইমোশন একসঙ্গে উপভোগ করবেন দর্শক।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন নানা শাহ, উজ্জ্বল, ইভা রহমান, শামসুল হাদি, আকাশ, আলি, আনোয়ার হোসেন, তানভীর শেখসহ অনেকেই। গান গেয়েছেন বেলি আফরোজ, মম রহমান ও শারমিন আক্তার। সংগীত পরিচালনা করেছেন তানিয়া অহিদ।

আরও পড়ুন:
মেহেদি রাঙা হাতের ছবিতে কনার নতুন বিয়ের গুঞ্জন, পাত্র কে
সিয়ামের নায়িকা হচ্ছেন না শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা পাল

‘খিলাড়ি’ ছাড়াও জারা জামানের আরও তিনটি সিনেমা- ‘ফেরারি’, ‘কি করে ভুলি তোকে’ মুক্তির অপেক্ষায় রয়েছে। খুব শিগগির সেগুলোও দর্শকদের সামনে আসবে বলে জানান তিনি।

দর্শকশ্রোতাদের প্রত্যাশা, অ্যাকশন-রোমান্স-ড্রামার মিশেলে ‘খিলাড়ি’ এই বছরের শেষ প্রান্তে বড় চমক হয়ে উঠবে।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।