রাকিবুল ইসলাম রাহানের ছড়া: বিজয়ের নিশান
ফাইল ছবি
মুক্তিসেনা মুক্তিসেনা
মুক্ত হলো দেশ,
পাকসেনাকে রুখে দিলো
গড়লো সোনার দেশ।
বিজয় দিবস এলো তাই
সুয্যি মামা হাসে,
বাংলা মায়ের দামাল ছেলে
মুক্ত স্বাধীন দেশে।
রক্তে ভেজা এই মাটিতে
শপথ করেছি আজ,
শহীদ-স্মৃতি করবো বহন
ওরাই মাথার তাজ।
স্বাধীনতার বার্তা নিয়ে
ওড়ে নিশান খানি,
সবুজ জমিন, লাল বৃত্তটা
গৌরবেরই বাণী।
শপথ করি এই দিনেতে
নত হবো না আর,
অমর থাকুক সকল স্মৃতি
ষোলোই ডিসেম্বর।
এসইউ