রাশিফল : ১৬ জানুয়ারি


প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

মেষ: বাক সংযমের অভাবে বিপত্তির আশঙ্কা। মৌলিক কর্মপরিকল্পনায় উপার্জনের বিকল্প পথ মিলতে পারে। হাড়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা।

বৃষ: কর্মক্ষেত্রে উন্নতির শুভ ইঙ্গিত। স্পষ্ট কথা ঋজু ভাবে বলার জেরে শত্রুতা বাড়বে। দেরিতে হলেও উচ্চতর বিদ্যার্জনের সুযোগ।

মিথুন: প্রিয়জনের কাছ থেকে আঘাত আসতে পারে। প্রশিক্ষণ সূত্রে কর্মোন্নতির সম্ভাবনা। তলপেটের সমস্যা ভোগাবে।

কর্কট: পারিবারিক দায়িত্ব পালন নিয়ে ভাইবোনের সঙ্গে মনোমালিন্য। ব্যবসায় বিনিয়োগ নিয়ন্ত্রণ করা দরকার। হাড়ের সমস্যা কাবু করতে পারে।

সিংহ: কর্মক্ষেত্রে বদলি, দায়িত্ব ও বেতন বৃদ্ধির ইঙ্গিত। বৈষয়িক গোলযোগে জ্ঞাতিপড়শির সঙ্গে সম্পর্কহানি। বন্ধুর পরামর্শ পারিবারিক জীবনে শান্তি এনে দিতে পারে।

কন্যা: সময়োচিত সিদ্ধান্তে পারিবারিক সমস্যার সমাধান। অতিক্রোধ কর্মে সাফল্যের বাধা হয়ে দাঁড়াতে পারে। পাকাশয়ের সমস্যায় দুর্ভোগ।

তুলা: নতুন কর্মোদ্যমে সাফল্য ও অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত। বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম। হজমের গোলযোগ ও দৈহিক দুর্বলতা।

বৃশ্চিক: দীর্ঘদিনের কোনো প্রাপ্য পেয়ে যেতে পারেন। ব্যবসায় জটিলতা বাড়বে। ত্রিকোণ সমস্যায় দাম্পত্য জীবনে সংঘাতের আশঙ্কা।

ধনু: পরিবারে ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হতে পারে। কোনো নিকটবন্ধুর সাহায্যে জটিলতার মোকাবিলা। সন্তানের জেদ সাংসারিক পরিবেশকে তিক্ত করে তুলতে পারে।

মকর: আপস-আলোচনায় সম্পত্তি-সমস্যার সমাধানের সম্ভাবনা উজ্জ্বল। ব্যবসায় নতুন পরিকল্পনা স্থগিত রাখাই ভালো। টিউমার বা আলসারের সমস্যায় দুর্ভোগ বাড়বে।

কুম্ভ: অতিক্রোধ থেকে কর্মস্থল ও স্বজন-পরিবেশে বিড়ম্বনার আশঙ্কা। বন্ধুর বিরূপ আচরণে মনঃকষ্ট। থাইরয়েডের সমস্যা ভোগাবে।

মীন: বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের সূত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ। একাধিক উপায়ে আয় বাড়ার সম্ভাবনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।