ডানে সেলফি বামে সেলফি, সেলফি সেলফি


প্রকাশিত: ০২:১০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

এই সেলফি সেলফি, ডানে সেলফি বামে সেলফি, এক্কেবারে সস্তা, মাত্র ২শ টাকা। রাজধানীর উত্তরার ক্ষুদ্র ব্যবসায়ী বিল্লাল টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে গলা ফাটিয়ে সেলফি স্টিক বিক্রির জন্য ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিল এভাবে। সেখানে তখন লোকে লোকারণ্য।

selfie

সেলফি স্টিক কেনার হিড়িক পড়ে যায়। মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে সরকারি ছুটি থাকা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বই মেলায় ঘুরতে আসে। আগতদের প্রায় সবার হাতে স্মার্টফোন। কেউ একা আবার কেউবা স্ত্রী, সন্তান কিংবা বন্ধু বান্ধবীদের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত।

selfie

সরেজমিন ঘুরে দেখা যায়, উপাচার্যের বাসভবন, ফেুলার রোড, শহীদ মিনার, দোয়েল চত্ত্বর, শাহবাগ, বাংলা একাডেমি, সোহরেওয়ার্দী উদ্যানে মানুষ আর মানুষ। কমবেশি সবাই সেলফি তোলায় ব্যস্ত। ফুলার রোডের সামনে এক তরুণী এক নবজাতক শিশুকে কোলে নিয়ে সেলফি তুলছিলেন। এ সময় তরুণীকে বলতে শোনা যায় তাড়াতাড়ি সেলফি তুলি কেউ দেখলে মনে করবো আমার বিয়া অইয়া গেছে।

selfie

এমইউ/জেএইচ/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।