রাশিফল : ২৫ এপ্রিল ২০১৫


প্রকাশিত: ০২:১০ এএম, ২৫ এপ্রিল ২০১৫

মেষ:  সম্পত্তি রক্ষায় বাড়তি সতর্কতা দরকার। কোনও বিশেষ খবরে বিষণ্ণতা গ্রাস করতে পারে। শ্লেষ্মা বৃদ্ধি ও কণ্ঠপীড়ায় কাজকর্মে ব্যাঘাত।

বৃষ: কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সূত্রে প্রভাব-প্রতিপত্তি বাড়বে। ক্রোধ সংযত করতে না-পারলে বিপদের আশঙ্কা।

মিথুন: কর্মক্ষেত্রে মৌলিক চিন্তা ও অধ্যবসায়ের স্বীকৃতি। প্রতিবেশীদের অপচেষ্টা রুখে সম্পত্তি ক্রয়ের চেষ্টায় সাফল্য। মহৎ কাজে শ্রম দান।

কর্কট: নতুন কর্মোদ্যমে সাফল্যের সম্ভাবনা। বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। অ্যাপেন্ডিসাইটিস জাতীয় সমস্যায় প্রকোপ বৃদ্ধি।
    
সিংহ: ভাগ্যোদয়ের লক্ষ্যে দূরবর্তী স্থানে যাত্রার যোগাযোগ হতে পারে। অত্যধিক উচ্চাভিলাষ থেকে বিড়ম্বনার আশঙ্কা।

কন্যা: কর্মকুশলতার স্বীকৃতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা। সন্তানের বেয়াড়াপনায় অশান্তি বাড়বে। কোনো মহিলার দিক থেকে বিপদের আশঙ্কা।

তুলা: স্বনিযুক্তি প্রকল্পে অপ্রত্যাশিত সাফল্যের যোগ। গুরুজনের সঙ্গে বিবাদে মনঃকষ্ট। পায়ের হাড় নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

বৃশ্চিক:  কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি জুটতে পারে। প্রিয়জনের বিয়ে নিয়ে আলাপ-আলোচনা শুরু হতে পারে। কোমর থেকে নীচের দিকে বাতজ বেদনার প্রকোপ বৃদ্ধিতে চলাফেরায় অসুবিধা।

ধনু:  কর্মস্থলে বিতর্কবিবাদ এড়াতে না পারলে বিপদ। আত্মজনের বিদ্রুপে মর্মপীড়া। উচ্চতর বিদ্যার্জনে বাধা।

মকর:  যুক্তিপূর্ণ বক্তৃতায় প্রভাবিত করে বিরূদ্ধবাদীদের অনুকূলে আনতে পারেন। মামলা-মকদ্দমা থেকে দূরে থাকাই সমীচীন। মহৎ কাজে বাধা।

কুম্ভ:  কর্মক্ষেত্রে দায়িত্বের চাপে ক্লান্তি ও অবসাদ। কপট বন্ধুর উস্কানিতে ভুল পথে যাওয়ার আশঙ্কা। শ্লেষ্মা ও জ্বরকাশি কাবু করে ফেলতে পারে।

মীন:  ব্যবসায় উন্নতি সত্ত্বেও আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই সমীচীন। বিষয়-বিবাদে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি। ন্যায্য পাওনা অনেক চেষ্টার পরে আদায় করতে পারেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।