বিদ্যুৎ উৎপাদনকারী রাস্তা!


প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৭ মে ২০১৫

এবার রাস্তায় উৎপন্ন হবে বিদ্যুৎ। শুনতে বিষ্ময়কর লাগলেও গত বছর নেদারল্যান্ডে এমনই একটি রাস্তা নির্মাণ করা হয়েছে। নির্মাণের প্রথম ৬ মাসেই অসাধারণ সাফল্য দেখিয়েছে পৃথিবীর প্রথম সৌররাস্তাটি। ইতিমধ্যেই সৌরশক্তি থেকে ৩ হাজার কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করেছে এই রাস্তা।

রাস্তাটি ২৩০ ফুট লম্বা। সৌরকোষগুলো দুই স্তরের কাঁচ দিয়ে ভালোভাবে রক্ষিত আছে। শুধুমাত্র সাইকেল চালানোর জন্য এই রাস্তা ব্যবহার করা হয়ে থাকে। তবে প্রয়োজনে আরও ভারী গাড়ির চাপ সহ্য করতে পারবে রাস্তাটি।

ইতিমধ্যেই প্রায় দেড় লাখ সাইকেল এই সৌর রাস্তার উপর দিয়ে চলাচল করেছে। এই প্রকল্পে কাজ করা ইঞ্জিনিয়াররা এমন রাস্তা তৈরির পরিকল্পনা ও কাজ করছেন যার উপর দিয়ে বাস ও গাড়ি চলতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ধরণের রাস্তা তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

আরএএইচ/এলএ/আরআই

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।