যে সাইকেল চুরি করা যাবে না


প্রকাশিত: ০৬:২৯ এএম, ২০ নভেম্বর ২০১৪

যারা সাইকেল চালান তাদের প্রায় সকলেরই অভিযোগ যে হাজারো তালা দিয়েও সাইকেল চুরি বন্ধ করা যাচ্ছে না। হয়তো ভুক্তভোগীদের কথা চিন্তা করেই চিলির কয়েকজন প্রকৌশলি ছাত্র মিলে এমন সাইকেল তৈরি করেছে যা চুরি করা যাবে না। তাদের দাবি অনুযায়ী তারাই বিশ্বের প্রথম সাইকেল তৈরি করেছে যা চুরি করা যাবে না।

ইয়েরকা নামের এই সাইকেলটি দেখতে আর দশটা সাইকেলের মতোই প্রায়। কিন্তু সাইকেলটির নিচের অংশের ফ্রেমটি যা আপনার সাইকেলের সিটের সঙ্গে লাগানো তা আপনি চাইলেই খুলে যেকোনো খুটির সঙ্গে তালা দিতে পারবেন। আর এরফলে যদি চোরকে আপনার সাইকেলটি চুরি করতেই হয় তাহলে পুরো খুটিটি শুদ্ধ চুরি করতে হবে।

আদোলফো ইভানজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুয়ান হোসে একটি সংবাদমাধ্যমকে জানান, ‘অ্যান্ড্রেসের এর আগে দুটি সাইকেল চুরি হয়েছিল। আর এই সাইকেল চুরি যাওয়ার কারণেই মূলত ওরা তিনবন্ধু মিলে এই সাইকেল বানানোর পরিকল্পনা করে। আর পরিকল্পনা মাফিক তারা এমন একটি সাইকেল তৈরি করেছে যা সত্যিই চুরি করা অসম্ভব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।