দায়িত্বে অবহেলার অভিযোগে কুকুর সাসপেন্ড
দায়িত্বে অবহেলার অভিযোগে যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যে এক কুকুরকে তার চাকরি থেকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে। কুকুরটি স্থানীয় একটি বিমানবন্দরে মাদক সনাক্ত করার দায়িত্বে নিয়োজিত ছিল।
এর পরিচালক জোশ গ্রেগরি বলেন, কাজের সময় মুখের কাছে এসে কান ফাটানো শব্দে ঘেউ ঘেউ করা তার বাতিক হয়ে দঁড়িয়েছিল। অনেক চেষ্টা করেও তার স্বভাব বদলানো যায়নি। যখন কোনো সন্দেহভাজন লাগেজের ঘ্রাণ তাকে শুকতে বলা হতো তখন সে উল্টোদিকে দৌঁড় মারতো। এমন কুকুরকে চাকরিতে রাখা উচিত নয়। তাই সাসপেন্ড করা হয়েছে। অথচ কুকুরটিকে এই কাজে নিয়োগের জন্য তার মালিককে ২৭ হাজার ডলার (প্রায় ২১ লাখ টাকা) দেয়া হয়েছিল। -এপি