ইতালিতে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা


প্রকাশিত: ১০:৪৩ পিএম, ০৭ মার্চ ২০১৬

ইতালিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার স্থানীয় সময় রাত ৮টায় ইতালি আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা সুন্দর রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে ওইদিন সাড়া দিয়েছে সবাই। তিনি সবার মনে চেতনা জাগিয়েছেন বলেই আজ আমরা স্বাধীন। সেই ভাষণ মানুষের চেতনা বোধকে এখনও জাগিয়ে তোলে। কাধে কাধ রেখে জাতির পিতার ডাকে সারা দিয়ে ঝাঁপিয়ে পড়ে সবাই।

ইতালি আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রোম মহানগর আ’লীগের সভাপতি শওকত হোসেন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, মহিলা আ’লীগের সভাপতি ইয়াসমীন আক্তার রোজী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সদস্য মহিউদ্দীন মুহি, মো. আলী।


এসময় সহ-সভাপতি হাবীব চৌধুরী, জাহাঙ্গীর হোসেন ফরাজী, আব্দুর রউফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, এম এ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোক্তার জামান, দফতর সম্পাদক হাবীব মকদম, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, রোম মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মো, খলিল বন্ধুকসী, মহিলা সম্পাদক তুহিনা জামান মলি, উপ-প্রচার সম্পাদক এলিন আহমেদ মিঠু, শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, সদস্য বাবু ঢালী, ফারুক ফরাজী, শেখ রাসেল স্বৃতি সংসদ সাধারণ সম্পাদক জামিল হোসেন, শেখ মামুন, মেহেদি হাসান, স্বপন মিয়া, হাজী সুইট, লোকমান হোসেন, সরওয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ আব্দুল্লাহ কাঞ্চনের পরিচালনায় স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]