হানিমুনের নতুন ঠিকানা অ্যান্টার্কটিকা


প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৪

সুইজারল্যান্ড, হাওয়াইকে পিছনে ফেলে হানিমুনের নতুন ঠিকানা এখন অ্যান্টার্কটিকা। নিজের সঙ্গে বা মনের মানুষের সঙ্গে একলা হওয়ার ইচ্ছে উঁকি দেয় সবার। কখনও নিজের সাথে আবার কখনও বা প্রিয়তমার সঙ্গে। তাইতো কংক্রিটের জঙ্গল ফেলে মন হারিয়ে যেতে চায় অচেনা, অজানার দেশে। যেখানে জীবনের লেনদেন নেই, আছে শুধু মুখোমুখি বসিবার অখণ্ড অবসর।

এমনই এক জায়গা বরফে ঢাকা অ্যান্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতের কোলে ইউনিয়ন গ্লেসিয়ার ক্যাম্প। ক্যাম্প জীবনের আনন্দই আলাদা... ওরা কী করছে একটু দেখে আসা যাক... উড়ে এসেই জুড়ে বসতে হবে এখানে।

নেই বাস, ট্রাম, ট্রেনের ব্যবস্থা। চিলির থেকে আই এল সেভেন্টি সিক্স উড়ান। উড়ানে কোনো জানালা নেই। উড়ান থেকে নামার পর চোখ ধাঁধানো সৌন্দর্য পাগল করবে প্রকৃতিপ্রেমীদের। বরফের দেশে অত্যাধুনিক ক্যাম্পে রয়েছে ভুরিভোজের ব্যবস্থাও। ক্যাম্পে এক শ জনের থাকার বন্দোবস্থ রয়েছে। প্রতিরাতের ভাড়া মাত্র চার শ ডলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।