টাইফয়েড টিকা দেওয়া হয়েছে ৯৭ লাখ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

সারাদেশে এখন পর্যন্ত ৯৭ লাখ ৭২ হাজার ৩৫২টি টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত টিকাদানের সংশ্লিষ্ট ওয়েবাসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে, ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৮৪ জন। এর মধ্যে স্কুলে ১ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার ২০০ জন এবং কমিউনিটিতে ৬১ লাখ ৬৫ হাজার ৮৮৪ জন।

এর আগে ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

এসইউজে/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।