আজ বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হবেন স্বাস্থ্যের নতুন ডিজি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১০ এএম, ২৭ জুলাই ২০২০

স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ (এবিএম) খুরশীদ আলম অনলাইন প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণের মাধ্যমে গণমাধ্যমের মুখোমুখি হবেন।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় তিনি প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

বিজ্ঞাপন

রোববার রাতে স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা মো. আক্কাছ আলী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে বিদায়ী স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদের পদত্যাগের পর তার স্থলে নিয়োগ পান খুরশিদ আলম। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস করে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চেয়ারম্যান হওয়ার আগে কুমিল্লা মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান ছিলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

খুরশীদ আলম কিছুদিন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজেও চাকরি করেন। তিনি ২০১৮ সালে ঢাকা মেডিকেল কলেজে যোগ দেন।

এমইউ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।