২৪ ঘণ্টায় সুস্থ ৭০ শতাংশের বেশি করোনা রোগী
রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসা নেয়া রোগীদের সুস্থতার হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা দুই হাজার ৭৪৬ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৮৯২ জনের শনাক্ত করা হয়েছে। নমুনা পরীক্ষা ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ১৪ শতাংশ। এ নিয়ে সুস্থ হয়ে উঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৫০ জনে।
দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ সংখ্যক ১ হাজার ৪৬২ জন এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে মাত্র ৩৩ জন সুস্থ হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠা অন্যান্য ছয়টি বিভাগের মোট রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ১৯৮ জন, খুলনা বিভাগে ৩০৩ জন, বরিশাল বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৩০০ জন এবং সিলেট বিভাগে ১৩৪ জন সুস্থ হয়েছেন।
উল্লেখ্য, সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১০ জন। ৪১ জনের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৬৩৪ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯৭০ জনে দাঁড়িয়েছে।
এমইউ/এমএসএইচ/এমকেএইচ