বিএসএমএমইউতে ৫৩ হাজারেরও বেশি করোনা টেস্ট

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৫৩ হাজারের বেশি করোনা টেস্ট করা হয়েছে। এছাড়া ৪৩ হাজারের বেশি জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীকে চিকিৎসা এবং দুই হাজার ৩০০ করোনা রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন হাজারেরও বেশি করোনা রোগী।

শাহবাগের বেতার ভবনে গত ১ এপ্রিল প্রতিষ্ঠিত করোনা ল্যাবরেটরিতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৫৩ হাজার ৮৮৭ রোগীর পরীক্ষা সম্পন্ন হয়। বেতার ভবনে জ্বর, সর্দি, কাশিতে ভোগা রোগীদের জন্য ২১ মার্চ প্রতিষ্ঠিত ফিভার ক্লিনিকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪৩ হাজার ৯০ রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। অন্যদিকে কেবিন ব্লকে ৪ জুলাই চালুকৃত করোনা সেন্টারে ১৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দুই হাজার ৩৪০ করোনা রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। হাসপাতালে রোগী ভর্তি হয়েছে এক হাজার ৪৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ১০১ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৮১ করোনা রোগী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে ফ্রন্টলাইন যোদ্ধাদের সঙ্গে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে চিকিৎিসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মনোবল বৃদ্ধিতে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম ছাড়াও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা বক্তব্য দেন।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।