‘এবি’ ও ‘বি’ রক্তের গ্রুপের করোনা ঝুঁকি বেশি : গবেষণা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:৩২ এএম, ১১ মে ২০২১

ভারতের সরকারি গবেষণা প্রতিষ্ঠান দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) জানিয়েছে, অন্যদের তুলনায় ‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপধারী ব্যক্তিদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এক গবেষণায় বিষয়টি জানিয়েছে তারা। সেখানে আরও বলা হয়েছে, যেসব মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত রয়েছে করোনায় তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। এমনকি আক্রান্ত হলেও তারা উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ যুক্ত থাকবেন বলে ওই গবেষণায় দাবি করা হয়েছে।

ভারতজুড়ে ১০ হাজারেরও বেশি মানুষের নমুনা সংগ্রহের পর গবেষণা করেছেন ১৪০ জন চিকিৎসক। সেই গবেষণার পরই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, আক্রান্তদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তার পরে রয়েছেন ‘বি’ রক্তের গ্রুপের মানুষ। ‘ও’ রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

গবেষণায় আরও বলা হয়েছে, নিরামিষভোজীদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। কারণ নিরামিষ খাবারের মধ্যে থাকা পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। এমনকি একবার আক্রান্ত হলে কোভিড মুক্ত হওয়ার পরে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নিরামিষ খাবারের ওপরেই জোর দিয়েছেন তারা।

এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।