ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ফের স্থগিত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৭ জুন ২০২১

আগামী ১১ জুন অনুষ্ঠিতব্য ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষা ফের স্থগিত ঘোষণা করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

রোববার (৬ জুন) অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিবের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির বর্তমান বাস্তবতায় বিডিএস ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে মোবাইল এসএমএস ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, এবারের ডেন্টাল পরীক্ষায় ৫৪৫টি আসনের বিপরীতে ৫৩ হাজারেরও বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন।

এমইউ/এসএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।