বিএসএমএমইউতে দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ১৮৫ জন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৮ জুন ২০২১
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে মঙ্গলবার (৮ জুন) করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আরও ১৮৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত এখানে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৫ হাজার ১৬৬ জন।

প্রথম ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ হওয়ার আগে গত ২৫ এপ্রিল পর্যন্ত সেখানে টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন।

এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে মঙ্গলবার (৮ জুন) পর্যন্ত এক লাখ ৪৮ হাজার ৫৮৩ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ (৮ জুন) পর্যন্ত ৯৯ হাজার ২৬৮ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন।

অন্যদিকে করোনা ইউনিটে আজ (৮ জুন) সকাল ৮টা পর্যন্ত নয় হাজার ১৩৩ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৫২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন চার হাজার ২৭২ জন। বর্তমানে ভর্তি আছেন ৮৮ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন রোগী।

এমইউ/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।