দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ২৫৮৯ জন
দেশে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকাদান অব্যাহত রয়েছে। শনিবার সারাদেশে ২ হাজার ৫৮৯ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৬৪০ জন ও নারী ৯৪৯ জন।
এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪২ লাখ ৬৬ হাজার ৯৫২ জনে। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ২৫ হাজার ৭৪২ জন এবং নারী ১৫ লাখ ৪১ হাজার ২০৯ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২৫ এপ্রিল পর্যন্ত করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। টিকা নিতে ইচ্ছুক মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারী ২ হাজার ৫৮৯জনের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৫৫৮ জন, চট্টগ্রামে ৭১৬ জন, রংপুরে ৯ জন, বরিশালে ২৭৬ জন এবং সিলেট বিভাগে ৩০ জন রয়েছেন।
এমইউ/এমএসএইচ