আরও ২৪ কোটি ৩০ লাখ টিকা পাওয়ার নিশ্চয়তা আছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ২৪ কোটি ৩০ লাখ ডোজ টিকা প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে। এর মধ্যে চীন থেকে ৭ কোটি ডোজ ও ডব্লিউএইচও থেকে ১০ কোটি ৫০ লাখ ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। এছাড়া কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় আরও ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিং এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম ও অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অংশ নেন।

দেশে এ পর্য়ন্ত ৫ কোটি ৫২ লাখ ডোট টিকা এসেছে। এর মধ্যে প্রথম ডোজের ২ কোটি ৪২লাখ ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ১ কোটি ৬০ লাখ ডোজসহ মোট ৪ কোটি ২ লাখ ডোজ মানুষকে দেওয়া হয়েছে। এখনও হাতে দেড় কোটি ডোজ টিকা রয়েছে।

এমইউ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।