২৪ ঘণ্টায় পুরুষের চেয়ে নারীর মৃত্যু দ্বিগুণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার আগের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জন মারা যান। যা চার মাস পর সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৪১৪ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমে এলেও পুরুষের তুলনায় নারীর মৃত্যু দ্বিগুণ হয়। এ সময়ে পুরুষ ৭ জন এবং নারী ১৪ জনের মৃত্যু হয়।

রোববার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। রোববার ২৬ সেপ্টেম্বর পর্যন্ত করোনা আক্রান্তের মোট ২৭ হাজার ৪১৪ জনের মধ্যে পুরুষ ১৭ হাজার ৬০৫ (৬৪ দশমিক ২২ শতাংশ) ও নারী ৯ হাজার ৮০৯ জন (৩৫ দশমিক ৭৮ শতাংশ)। করোনাভাইরাস সংক্রমণের প্রথমদিকে পুরুষের মৃত্যু সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু পরবর্তীতে নারীর মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।

এমইউ/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।