করোনায় মোট মৃত্যুর ৪৪ শতাংশই ঢাকা বিভাগে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৪ অক্টোবর ২০২১
ফাইল ছবি

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। এতে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৩৭ জনে। তাদের মধ্যে সর্বোচ্চ ১২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যা মোট মৃত্যুর প্রায় ৪৪ শতাংশ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

করোনায় মোট মৃত্যুর বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে মোট মারা গেছেন ১২ হাজার ৯৭ জন (৪৩ দশমিক ৬১ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৫ হাজার ৬২৭ জন (২০ দশমিক ২৯ শতাংশ), রাজশাহী বিভাগে ২ হাজার ৩৩ জন (৭ দশমিক ৩৩ শতাংশ), খুলনা বিভাগে তিন হাজার ৫৭৯ জন (১২ দশমিক ৯০ শতাংশ), বরিশাল বিভাগে ৯৪৩ জন (৩ দশমিক ৪০ শতাংশ), সিলেট বিভাগে ১ হাজার ২৫৮ জন (৪ দশমিক ৫৪ শতাংশ), রংপুর বিভাগে ১ হাজার ৩৬১ জন (৪ দশমিক ৯১ শতাংশ) ও ময়মনসিংহ বিভাগে ৮৩৯ জনের (৩ দশমিক শূন্য ২ শতাংশ) মৃত্যু হয়।

এদিকে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ তিনজন ও নারী চারজন। মারা যাওয়া সাতজনের মধ্যে সরকারি হাসপাতালে পাঁচজন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা গেছেন। মৃতদের বয়স বিশ্লেষণ করে দেখা যায়, তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন ও সত্তর বছরে বেশি বয়সী দুইজন মারা যান।

বিভাওয়ারি হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুইজন এবং রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮২৯টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৪১৫টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয় ৪৬৬ জন। শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।

এমইউ/এআরএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।