করোনা শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:০৬ পিএম, ১৯ অক্টোবর ২০২১
ফাইল ছবি

করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন ৪৬৯ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জনে দাঁড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ৪৫ শতাংশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী দুইজন। এর মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৮৫ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

আর গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৯৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া সাত জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব একজন, সত্তরোর্ধ্ব একজন এবং ৮০ বছরের বেশি বয়সী দুইজন মারা যান। তাদের মধ্যে বিভাগওয়ারি হিসাবে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন এবং রংপুর বিভাগে এক জনের মৃত্যু হয়েছে।

এমইউ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।