ডিএসসিসিতে গণটিকার দ্বিতীয় ডোজ মিলবে ৪ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ২৮ অক্টোবর ২০২১
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে আগামী বৃহস্পতিবার (৪ নভেম্বর) পর্যন্ত গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক প্রেস বিজপ্তিতে এ তথ্য জানান।

আবু নাছের জানান, বৃহস্পতিবার দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের ৭৫ কেন্দ্রে মোট ২৪ হাজার ৪০০ জনকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ২৬৪ জন পুরুষ, ১১ হাজার ১৩৬ জন নারী রয়েছেন।

এছাড়া যারা প্রথম ডোজ নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ এখনো নেননি— তারা আগামী ৪ নভেম্বর পর্যন্ত ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন খিলগাঁও, ধলপুর, আজিমপুর, মুগদা ও কসাইটুলি আরবান প্রাইমারি হেলথকেয়ার সেন্টারসহ কাছাকাছি যেকোনো সেন্টার থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

এমএমএ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।