মৃত দুজনই নারী, ঢাকা ছাড়া অন্য বিভাগে নেই মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:২১ পিএম, ০১ নভেম্বর ২০২১
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া এ দুজনই নারী। তারা ঢাকা বিভাগের। এসময় বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

সোমবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে জানা যায়, ওই দুই নারী মারা গেছেন সরকারি হাসপাতালে। তাদের মধ্যে বয়স বিবেচনায় ৩১-৪০ বছরের রয়েছেন একজন এবং ৫১-৬০ বছরের মধ্যে রয়েছেন একজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময় শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ।

দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মারা গেছেন মোট ২৭ হাজার ৮৭০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।