করোনায় মৃত্যু নেই ৫ বিভাগে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুইজন ও নারী চারজন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৩৪ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে একজন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন। এ সময়ে অবশিষ্ট পাঁচ বিভাগ- চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহে কোনো রোগীর মৃত্যু হয়নি।
বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
দেশে গত বছরের ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। আজ (১৭ নভেম্বর) পর্যন্ত দেশে করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১৮৪ জন রয়েছেন। এসময়ে সবচেয়ে কম মৃত্যু হয় ময়মনসিংহ বিভাগে, ৮৪৪ জন।
এছাড়া চট্টগ্রামে পাঁচ হাজার ৬৭২ জন, রাজশাহীতে দুই হাজার ৪৯ জন, খুলনায় তিন হাজার ৬০৪ জন, বরিশালে ৯৪৬ জন, সিলেটে এক হাজার ২৭০ জন এবং রংপুর বিভাগে এক হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়।
এমইউ/কেএসআর/এএসএম