চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের ৫০০ জন পাচ্ছেন করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২০ নভেম্বর ২০২১
ফাইল ছবি

চট্টগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা পাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। প্রাথমিকভাবে ৫০০ জনকে টিকার আওতায় আনা হবে। আগামী সোমবার (২২ নভেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ে তাদের টিকা দেওয়া হবে।

শনিবার (২০ নভেম্বর) জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আসিফ খান।

আসিফ খান বলেন, সোমবার তৃতীয় লিঙ্গের ৫০০ জনকে টিকা দেওয়ার জন্য পাঁচজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এ কাজের সমন্বয় করবেন সিভিল সার্জন কার্যালয়ের চার কর্মকর্তা।

অন্যদিকে রোববার (২১ নভেম্বর) থেকে নগরের ঝাউতলা ছিন্নমূল বস্তিতে রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তিদের টিকা দেওয়া হবে। একদিন বিরতি দিয়ে ২৫ নভেম্বর পর্যন্ত তিনদিনের এ কর্মসূচিতে দুই হাজার ব্যক্তিকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ধাপে ধাপে চট্টগ্রামের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ৬৫ হাজার ৩০০ শ্রমিককে দ্রুত সময়ের মধ্যে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র।

মিজানুর রহমান/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।