টিকা নিয়েছেন আরও পৌনে ১১ লাখ মানুষ
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ লাখ ৭৫ হাজার ৭৯২ জন করোনার টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা আট লাখ ২৭ হাজার ৭৬৪ জন। এ সময়ে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন দুই লাখ ৪৮ হাজার ২৮ জন।
গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ তিন লাখ ৮২ হাজার ৬৬৩ জন ও নারী চার লাখ ৪৫ হাজার ১০১ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ২২ হাজার ১২৮ জন ও নারী এক লাখ ২৫ হাজার ৯০০ জন।
গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমানে দেশে অ্যাস্ট্রোজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম এবং মর্ডানার টিকা প্রদান করা হচ্ছে।
গত ২৭ জানুয়ারি থেকে আজ (২৯ নভেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে নয় কোটি ৬৯ লাখ ১৮ হাজার ৭৮৪ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা ছয় কোটি দুই লাখ ৩৬ হাজার ১৯ জন। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা তিন কোটি ৬৬ লাখ ৮২ হাজার ৭৬৬ জন।
সোমবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৯ নভেম্বর) দেশে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় সাত কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৪৩৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সাত কোটি দুই লাখ ৮৭ হাজার ৩৯২ জন ও পাসপোর্টের মাধ্যমে এক কোটি ৫৬ হাজার ৪৭ জন নিবন্ধন করেন।
এমইউ/কেএসআর