দেশে করোনার শনাক্তের হার বেড়ে ১৪.৬৬ শতাংশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। যা গত বছরের ২৬ আগস্টের পর সর্বোচ্চ শনাক্ত।

শুক্রবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৫৩টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৩৬৬ টি নমুনা সংগ্রহ ও ২৯ হাজার ৮৭১ টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৮ লাখ ৮ হাজার ৯২ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬ জন। মৃত্যুহার ১ দশমিক ৭৫ শতাংশ। আর করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১২৯ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৮৫ জন ও নারী ১০ হাজার ১৪৪ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫১ করোনা রোগী। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন। সুুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ।

এমইউ/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।