চট্টগ্রামে টিকা পেয়েছে ৮ লাখ ৭২ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

চট্টগ্রামে ১২-১৭ বছরের ৮ লাখ ৭২ হাজার ২৫৬ জন শিক্ষার্থীকে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দুই মাস ১০ দিনের এ কর্মসূচিতে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ নভেম্বর থেকে এ বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। নির্ধারিত স্কুল ও কমিউনিটি সেন্টার কেন্দ্রগুলোতে দুই লাখ ৮৯ হাজার ৮৩০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। তাদের মধ্যে ৩২ হাজার ৮৪ জন শিক্ষার্থীকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

এছাড়া গত ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চট্টগ্রামের ১৫টি উপজেলায় টিকা কার্যক্রম পরিচালিত হয়। এসময়ে নির্ধারিত কেন্দ্রগুলোতে ৫ লাখ ৮২ হাজার ৪২৬ শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জাগো নিউজকে বলেন, মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তালিকা অনুযায়ী শতভাগ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। যারা বাদ পড়েছে তালিকাপ্রাপ্তি সাপেক্ষে তাদেরও টিকার আওতায় আনা হবে। জেলায় সরকারের নির্দেশে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টিকা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনী জাগো নিউজকে বলেন, ‘প্রথম তালিকায় বাদ পড়া শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে স্কুলগুলোকে চিঠি দেওয়া। তালিকা পেলে তাদেরও টিকার আওতায় আনা হবে।’

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, টিকা নিলে করোনায় ঝুঁকি অনেকটা কমে যায়। তাই পর্যায়ক্রমে সবাইকে টিকার আওতায় আসতে হবে। সবাইকে নিজে টিকা নিয়ে অন্যকে নিতে উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাস্ক পরাসহ সামজিক দূরত্ব মেনে চলাফেরা করতে হবে।

মিজানুর রহমান/এএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।