চট্টগ্রামে সংক্রমিত আরও ১০৭, শনাক্তের হার ৪.৯৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৭ জন।

এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ ২৫ হাজার ৩১৪ জনে। জেলায় এ পর্যন্ত করোনায় এক হাজার ৩৬০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার হয় প্রায় ৪ দশমিক ৯৬ শতাংশ। নতুন শনাক্তদের মধ্যে ৬৯ জন নগরের এবং ৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে আটজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১২ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ছয়জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।