চট্টগ্রামে একদিনে শনাক্ত ১১৯, হার ৪.৭৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৫ হাজার ৭৮৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬২ জনে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫১০ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় সংক্রমণের হার চার দশমিক ৭৪ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৮৫ জন নগরের এবং ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে সাতজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৪ জন, অ্যান্টিজেন টেস্টে চারজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ছয়জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয়জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে তিনজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ছয়জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে তিনজন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে পাঁচজন এবং এভারকেয়ার হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।