গণটিকা: দ্বিতীয় দিনে টিকা নিলেন ২৮ লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তিনদিনের বিশেষ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে রোববার (২৭ ফেব্রুয়ারি) সারাদেশে প্রায় ২৮ লাখ ডোজ (২৭ লাখ ৯৩ হাজার ১১৭ ডোজ) টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে টিকার প্রথম ডোজ ১১ লাখ ৩৩ হাজার ৭৭৫, দ্বিতীয় ডোজ ৭ লাখ ৭৪ হাজার ৪৩৮ ও বুস্টার ডোজ নেন ৮৪ হাজার ৯০৪ জন।

২৬ ফেব্রুয়ারি বিশেষ টিকাদান কর্মসূচির প্রথম দিনে ১ কোটি ২০ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়। এটি একদিনে টিকাদানের বিশ্ব রেকর্ড হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ওইদিন সারাদেশের লাখ লাখ মানুষ স্বতঃস্ফূর্তভাবে টিকাকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা দেন। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়ায় বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের মেয়াদ আজ সোমবার পর্যন্ত দুদিন বাড়ানো হয়।

রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তী সময়ে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোব্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের (২০২২ সাল) ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ২০ কোটি ৯৯ লাখ ৩৭ হাজার ৮০৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৮৩১, দ্বিতীয় ডোজ ৮ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৩৮৯ ও বুস্টার ডোজ ৩৭ লাখ ১৮ হাজার ৫৮৫।

এমইউ/এমআইএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।