ছয়দিন পর করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৪
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত ছয়দিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১২৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৪ জন।
সোমবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ৬ হাজার ৩৩৬ টি নমুনা সংগ্রহ ও ৬ হাজার ২৩৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৪১৩ জনে।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ৪৪ জন রোগী শনাক্ত হয়। নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৪১৩ জনে। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার শূন্য দশমিক ৭১ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে করোনা শনাক্তর প্রথম দিন (২০২০ সালের ৮ মার্চ) থেকে আজ (২০২২ সালের ১১ এপ্রিল) পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৫ শতাংশ। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৯৪ জন ও নারী ১০ হাজার ৫৩০ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫৯০ জন রোগী সুস্থ হন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জনে। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৮ জন।
এমইউ/এমএএইচ/জেআইএম