চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, শনাক্তের হার ১৬.৮৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। নগরীর একটি হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে জেলাটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৪ জনে।
রোববার (৩ জুলাই) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরীতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫০ জন। নমুনাসংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৭ হাজার ৩৫১ জনে।
আগের দিন (শনিবার) ৪৩ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিলো সিভিল সার্জন কার্যালয়। ওই দিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল প্রায় ১১ দশমিক ৮৪ শতাংশ।
রোববার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ২৯৭ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪৫ জন নগরের এবং ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হসপিটালের ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৬ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৬ জন এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
ইকবাল হোসেন/এমপি/এমএস