চট্টগ্রামে নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:২১ এএম, ১৫ অক্টোবর ২০২২
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ৩১৩ জনে। শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ।

এ নিয়ে নগরের হাসপাতালগুলোতে ৯৪ হাজার ২৮৬ জনের এবং জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ হাজার ২৭ জনের করোনা শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৩৬৭ জনে।

শনিবার (১৫ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আগের দিন শুক্রবার ২৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ১৬ দশমিক ৭৬ শতাংশ।

শনিবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২৩ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৭ জন নগরের এবং ৬ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইডিআইডি ল্যাবে ৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ৬ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১জন এবং এপিক হেলথ কেয়ারে ২ জনের করোনা শনাক্ত হয়।

রিপোর্ট- ইকবাল হোসেন/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।