চট্টগ্রামে সাড়ে তিন মাস পর আবারও করোনায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৩ নভেম্বর ২০২২

চট্টগ্রামে প্রায় সাড়ে তিন মাস পর করোনায় একজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে জহুরা বেগম নামের ৭০ বছর বয়সী এক নারী মারা যান।

এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৮ জনে।

রোববার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেও জহুরা বেগম ভ্যাকসিন গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

এর আগে সর্বশেষ গত ২০ জুলাই করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছিল। ২৪ ঘণ্টায় মৃত জহুরা বেগমের বাড়ি সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় বলে জানা গেছে।

আরও পড়ুন: করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত বেড়ে দাঁড়ালো ১ লাখ ২৯ হাজার ৪৯২ জনে। এর মধ্যে নগরের হাসপাতালগুলোতে ৯৪ হাজার ৪১৮ জনের এবং জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ হাজার ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ইকবাল হোসেন/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।