স্বাচিপ মহাসচিবকে পথে পথে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার ময়মনসিংহের পৃথক তিনটি স্থানে স্বাচিপের এ নেতাকে গণসংর্ধনা দেয়া হয়। এদিন বেলা সাড়ে ১১টায় সময় স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ তার নিজ শহর ময়মনসিংহ ঢোকার সময় দীর্ঘ এক মোটরসাইকেল বহর তাকে স্বাগত জানায়। এসময় স্বাচিপ মহাসচিবের সঙ্গে ঢাকা থেকে একটি গাড়ি বহর ছিল।

southeast
দুপুর ১২টায় অধ্যাপক ডা. এমএ আজিজ ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রবেশ করলে তাকে স্বাগত জানান সেখানকার চিকিৎসক ও শিক্ষার্থীরা। ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানীয় স্বাচিপ নেতা ও চিকিৎসকগণ স্বাচিপ মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে অধ্যাপক ডা. এমএ আজিজ সংক্ষিপ্ত সভা করেন। প্রসঙ্গত, অধ্যাপক ডা. এম এ আজিজ এই মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতিও ছিলেন।

southeast
দুপুর ১টায় তারাকান্দা উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাচিপ মহাসচিপকে পৃথক আরেকটি সংবর্ধনা দেন স্থানীয় সুশীল সমাজ। এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যাপক ডা. এমএ আজিজের অবদানের কথা স্মরণ করা হয়। এসময় স্বাচিপ নেতা তার সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।

southeast
এদিকে বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহের শম্ভুগঞ্জ মোড়ে পাঁচটি চরের জনসাধারণের পক্ষ থেকে অধ্যাপক ডা. এমএ আজিজকে গণসংবর্ধনা দেয়া হয়। সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিকদের সংগঠন, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানসহ ৪০টি সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

southeast
অধ্যাপক সালাউদ্দিন মাহমুদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক ডা. এমএ আজিজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাভাবিক নিয়মে এগিয়ে যাওয়ার কথা ছিল এ চরাঞ্চলের মানুষেরও। কিন্তু একটি চক্র এ চরগুলোর উন্নয়ন বাধাগ্রস্ত করতে একেক সময় একেক উপজেলায় নিয়ে গেছে। চরাঞ্চলের মানুষ নির্দিষ্ট পরিচয় চায়। প্রয়োজনে এ পাঁচটি চর নিয়ে আলাদা উপজেলা করার জন্য যা যা করা দরকার তাই আমি সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করবো।

southeast
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের তথ্যসম্পাদক মোরশেদুল আলম বলেন, অধ্যাপক ডা. এমএ আজিজ নিজের চেষ্টায় আজ এ পর্যায়ে এসেছেন। আমরা তাকে সংবর্ধিত করছি না বরং আমরা নিজেরাই সংবর্ধিত হয়েছি। পূর্বের ন্যায় অধ্যাপক ডা. এমএ আজিজ চরাঞ্চলের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

southeast
চরাঞ্চলের সর্বস্তরের নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বাচিপের সভাপতি ডা. এ এফ এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূইয়া, ডা. এ এইচ তারা গোলন্দাজ, চরনিলর চেয়ারম্যান নূর মোহাম্মদ মীর, বীর মুক্তিযোদ্ধা আ. হেকিম মন্ডল, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, পরানগঞ্জের নুরুল হক, আফতাব উদ্দিন মাস্টার, শহীদুল্লা শহীদ, আইনুল হক, শাহজাহান কবির সুমন, মো. মুক্তার উদ্দিন, শাহজাহান কামাল, তোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন সরকার প্রমুখ।

southeast
অধ্যাপক ডা. এমএ আজিজ ময়মনসিংহ জেলার সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর বড়বিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা হাসান আলী ছিলেন আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী।

southeast
প্রসঙ্গত, গত বছর ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধ্যাপক ডা. ইকবাল আর্সনালকে সভাপতি ও অধ্যাপক ডা. এমএ আজিজকে মহাসচিবকে করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কমিটি ঘোষণা করেন।

southeast
সুব্রত মণ্ডল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।