চমেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঞ্জুমান আরা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হলো।

দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদৌস জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আঞ্জুমান আরা নামের ওই নারী গতকাল সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৪১৩ জন। বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৩৬ জন চিকিৎসাধীন আছেন।

ইকবাল হোসেন/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।