রাজধানীতে ক্যানসার সোসাইটির পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

ক্যানসার সচেতনতা বাড়ানোর লক্ষ্যে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্যানসার সোসাইটি ও ভারতের এইচ সি জি ক্যানসার হাসপাতাল।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিরপুরস্থ ডেল্টা মেডিকেল কলেজ থেকে এ পদযাত্রা শুরু হয়। বাংলাদেশ ক্যানসার সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ কর্মসূচি শেষ হয়। এতে অংশ নেয় প্রায় দেড় শতাধিক মানুষ।

পদযাত্রা কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে ক্যানসার রোধে সচেতন করা হয়।

পদযাত্রা শেষে বাংলাদেশ ক্যানসার সোসাইটির কনফারেন্স রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞরা।

সভায় এবারের প্রতিপাদ্য ‘আসুন ক্যানসার সেবায় বৈষম্য দূর করি’ বিষয়ের ওপর চিকিৎসকরা বক্তব্য রাখেন। তারা বলেন, ক্যানসার প্রতিরোধ, রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনায় ধনী-দরিদ্র সবাইকে সমান সুযোগ দিতে হবে।

সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্যানসার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোমের পরিচালক অধ্যাপক ডা. এম এ হাই, বাংলাদেশ ক্যানসার সোসাইটির সেক্রেটারি অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন। এছাড়া এইচ সি জি ক্যানসার হাসপাতালের পক্ষে সভায় অংশ নেন ডা. জগদীশ কোঠারী, ডা. কল্পনা কোঠারী, ডা. করন সেহজাল, ডা. সম্রাট ভট্টাচার্য প্রমুখ।

এএএম/আরএডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।